মির্জা ফখরুলকে ধন্যবাদ দিলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন। ১৪ বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুমিয়ে গিয়েছিল। বিএনপি নেতারা বলেছেন, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে এবং ১১ ডিসেম্বর নাকি তারেক জিয়া বঙ্গভবনে যাবেন ক্ষমতা দখল করতে! এই কথা গুলো বলার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম ভেঙেছে, ঐক্যবদ্ধ হয়েছে ও মাঠে রয়েছে।’

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি যারা বাংলাদেশ জন্মের ও স্বাধীনতার বিরোধিতা করেছিল- সেই রাজাকার আলবদররা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যাকারী এবং ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২৪ জনকে হত্যাকারী খুনিরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারা আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ দিয়েছে। প্রকাশ্যে ষড়যন্ত্রের হুমকি দিয়েছে। তাদের প্রতিরোধ করতে হবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওসার, শাহাবুদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতারা আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফসার উদ্দিন সরকারের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলামের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি  অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।