জেলের জালে ধরা পড়া তিনটি মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৩ কেজি ও সাড়ে ১২ কেজি ওজনের দুই কাতল এবং সাড়ে ১৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পদ্মা নদী থেকে কাতল মাছ দুটি নিরা হালদার ও কালী হালদারের জালে ধরা পড়ে। বোয়াল মাছটি ধরা পড়ে বাসুদেব হালদারের জালে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের স্থানীয় চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছ তিনটি কিনে নেন।

সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল

চান্দু মোল্লা বলেন, জাফরগঞ্জের সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি ২৪০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৫২৫ টাকা দিয়ে কিনেছি। কাতল দুটি ১৩০০ টাকা প্রতি কেজি দরে ৩৩ হাজার ১৫০ টাকায় কিনেছি। মাছগুলো বিক্রির জন্য কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করবো।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও যাদের টাকা আছে, তারা খবর পেয়েই কিনে নেন। বড় মাছে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুশি হন। নদীতে পানির স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় বড় মাছ আরও ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন।