বিজয় র‌্যালিতে অটোরিকশার চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিজয় র‌্যালিতে অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবয়রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লামিয়া আক্তার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। ১০ নম্বর চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বিজয় র‌্যালি শুরু হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা র‌্যালিতে ঢুকে যায়। এ সময় অটোরিকশার নিচে পড়ে লামিয়া। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে।

চর ভয়রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমীন বলেন, ‌‘র‌্যালির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত হচ্ছিলাম। শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করেছিলো। র‌্যালির জন্য বাঁশিতে ফুঁ দিলে তারা মাঠে আসছিলো। এ সময় হঠাৎ পেছন থেকে একটি অটোরিকশা চাপ দিলে লামিয়া ঘটনাস্থলেই মারা যায়।’

লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, ‘আমার আদরের ধন চলে গেছে। কয়েকদিন পর ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার মেয়েকে নিয়ে আর যাওয়া হলো না।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’