কুয়াশায় আচ্ছন্ন পদ্মা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলছে না ফেরি

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শতাধিক ছোট-বড় যানবাহন। ঘাটে আটকা পড়ে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

padma2

ফেরিঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় রাত ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় শুরু হবে ফেরি ও লঞ্চ চলাচল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলবে। বর্তমানে এই পথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।