‘পাতাল রেল চালু হলে বাণিজ্য মেলায় লোকসমাগম বাড়বে’

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘আগামী পরশু দিন (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জে আসবেন। এখানে এসে মেট্রোরেল ওয়ান প্রকল্প উদ্বোধন করবেন, যেটা পাতাল রেল হিসেবে আমাদের কাছে পরিচিত। এটি পুরো ঢাকা শহরের সঙ্গে সংযুক্ত হবে।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই পাতাল রেল চালু হলে বাণিজ্য মেলায় লোকসমাগম অনেক হবে। তখন এখানে করা সম্ভব হবে কিনা জানি না। এই মেলার আয়তন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, একই আবেদন রাখবো বাণিজ্যমন্ত্রীর কাছে। মেলা কেমন হয়েছে- তা আপনারাই বলবেন, বিষয়টি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আজকে দেশে শিল্প বিপ্লবের চলমান উন্নতির কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব। করোনার সময় সারা দুনিয়ায় শিল্প বন্ধ হলেও আমাদের দেশে প্রধানমন্ত্রী কারখানা শিল্পে প্রণোদনা দিয়েছেন। সেই কারণে দেশে আবারও কারখানা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের রফতানি আয় বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘বাণিজ্য মেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে দারুণ ভূমিকা রাখছে এই বাণিজ্য মেলা। এবারও বিপুল দেশি-বিদেশি ক্রেতা মেলায় এসেছেন। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়েছে। প্রযুক্তি শিল্পের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। সে জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।’

মন্ত্রী আরও বলেন, ‘সরকার যোগাযোগ ব্যবস্থার বিষয়ে অনেক আন্তরিক। পদ্মা সেতু এর অন্যতম উদাহরণ। এর মাধ্যমে দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার সুযোগ এসেছে। পাশাপাশি রেল ও মেট্রোরেল ব্যবস্থায় ব্যাপক বিপ্লব ঘটেছে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ঢাকা-সিলেট সড়ক ছয় লেনের কাজ চলমান রয়েছে। গতবার বাণিজ্য মেলায় প্রবেশে মানুষের কিছুটা কষ্ট হয়েছে, এবার সেটা অনেকাংশেই কমে এসেছে। আগামীতে হয় তো আর সমস্যা থাকবে না।’

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৭ স্টলকে ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।