মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে কারাগারে

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব ও মেজর পরিচয় দেওয়া তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, হাতকড়া, র‌্যাবের ভুয়া আইডি কার্ড, ভুয়া এনআইডি কার্ডের ফটোকপি, দুটি মোবাইল, মনিটর ও একটি প্রিন্টার মেশিন উদ্ধার করা হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন পাবনার সুজানগরের মুজিবুর রহমানের ছেলে মো. রেজা ওরফে রেজাউল করিম ওরফে মাহবুব আলম ওরফে আপন (৪২), কাপাসিয়া থানার কালিয়াবর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩০) ও  সাতক্ষীরার কালিগঞ্জ থানার নারায়ণপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে মো. শাহরিয়ার আবির (২৫)।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‌‘টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার এক ব্যক্তির বাড়িতে র‌্যাবের মেজর পরিচয়ে বিয়ে করতে যান মো. রেজা। সেখানে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পুলিশে খবর দেন ওই বাড়ির মালিক। পুলিশ গিয়ে রেজা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ওয়াকিটকি, হাতকড়া, র‌্যাবের ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানা এলাকাসহ আশপাশের এলাকায় র‌্যাব পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’