কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় সোয়া ৩ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা বেড়ে গেলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে ছোট-বড় প্রায় শতাধিক যানবাহন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি বন্ধ রাখা হয়। পাটুরিয়া থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। পরে কুয়াশার তীব্রতা কমে এলে সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

তিনি আরও জানান, সোয়া ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এ নৌপথে ছোট ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।