নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর-ই-আলম সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। গ্রেফতার মো. ইয়াকুব (২৪) আড়াইহাজার থানা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমের ছোট ভাই।

এর আগে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এতে পুলিশের তিন সদস্য ও বিএনপি-ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হন। 

মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিএনপি নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালন করেছেন। পরে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলার সব আসামি বিএনপির নেতাকর্মী। এছাড়া ইয়াকুব নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।’