সরকারি সড়ক কেটে মেঘনা গ্রুপের কারখানায় নেওয়া হলো গ্যাসের লাইন

গাজীপুরের শ্রীপুরে সরকারি সড়ক কেটে কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার মেঘনা ডেনিম লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে সড়ক কাটার কাজ করতে দেখা গেছে কর্তৃপক্ষকে।

স্থানীয়দের অভিযোগ, ৪-৫ বছর আগে সড়কটি কাঁচা ছিল। তখন এ সড়কে হাঁটু সমান পানি জমে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাসহ সড়ক ব্যবহারকারী চালক-যাত্রীদের। সরকার ওই সড়কে আরসিসি ঢালাই দিয়ে চলাচলের জন্য উপযোগী করে দেয়।

সোমবার সকাল থেকে মেঘনা গ্রুপের মেঘনা ডেনিম লিমিটেড কর্তৃপক্ষ কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার জন্য ওই সড়কের অন্য পাশ দিয়ে যাওয়া গ্যাসলাইন থেকে সংযোগ নিতে সড়ক কেটে কাজ শুরু করে। ওই স্থানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনও প্রতিনিধি বা প্রকৌশলীকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

স্থানীয়রা আশঙ্কা করছেন, আরসিসি ঢালাই সড়ক কাটার কারণে এ সড়কে চলাচলকারীদের আবারও দুর্ভোগ পোহাতে হবে। তাছাড়া যেকোনও সময় গ্যাস লিকেজ হয়ে অগ্নিদুর্ঘটনাসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

মেঘনা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফারুক আহমেদ বলেন, ‘সড়ক কর্তৃপক্ষ (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), তিতাস গ্যাস এবং পৌরসভার মেয়রের অনুমতি নিয়েই আমরা সড়কের নিচ দিয়ে কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কাজ করছি। এমনভাবে কাজ করছি যাতে সড়ক এবং চলাচলকারী কারও দুর্ভোগ পোহাতে না হয়।’

এদিকে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘এক সময় সড়কটি আমাদের অধীনে ছিল। যেহেতু সড়কটি শ্রীপুর পৌরসভার মধ্যে। তাই পৌরসভা সড়কের দেখভাল করছে।’

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, ‘আনসার রোড-শ্রীপুর সড়কের আরসিসি অংশে কাটার কোনও অনুমতি পৌরসভা থেকে দেওয়া হয়নি।’

গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহজাদা ফরাজীকে কল করে তাকে পাওয়া যায়নি।