শরীয়তপুরে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন জন হলেন- নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের শাহিন শেখ (৩৫) সিরাজুল ওজা (৪০) ও শাহিন মোড়ল (৪০)। আরেকজনের নাম জানা যায়নি।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, আজ ঘড়িসার ইউনিয়নের কুশিয়া সাজু মেম্বারের পুকুরে বিকালে বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নড়িয়া মুলফতগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের সুরতহাল শেষে দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমেদ জানান, মারা যাওয়া সবাই ঘড়িসার ইউনিয়নে পুকুরে মাছ ধরার জন্য যান। হঠাৎ বজ্রাঘাত হলে তারা মারা যান।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান বলেন, বজ্রাঘাতে তিন মধ্য বয়সী পুরুষের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।