ডা. জাফরুল্লাহর মরদেহ সাভারে, কাল দাফন

গণস্বাস্থ্য কেন্দ্রের ফ্রিজার ভ্যানে করে সাভারে পৌঁছেছে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ পৌঁছে। শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে তাকে দাফন করা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। এর পর জুমার নামাজের পর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

এর আগে, আজ বিকাল ৪টায় ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় জাফরুল্লাহ চৌধুরীর লাশবাহী গাড়ি। 

গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির বলেন, জাফরুল্লাহ চৌধুরীর লাশ সাভারে পৌঁছেছে। আজ রাতে আর কোনও আনুষ্ঠানিকতা নেই।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভোগেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর, চট্টগ্রামের রাউজানে। সে হিসেবে ৮১ বছর ৩ মাস ১৫ দিন বয়সে ইন্তেকাল করছেন দেশের খ্যাতনামা এই জনস্বাস্থ্যবিদ। মুক্তিযুদ্ধের সময় অক্সফোর্ড থেকে নিজের পড়াশোনা শেষ  করে ভারতে এসে স্থাপন করেন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। স্বাধীনতার পর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে জনগণকে কম মূল্যে চিকিৎসা দেওয়ার কাজ করেন।

১৯৮২ সালে জাতীয় ওষুধ নীতি প্রণয়নে জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা ছিল অগ্রগণ্য। বিগত কয়েক বছর ধরে সক্রিয় রয়েছেন রাজনৈতিকভাবেও। যদিও এ বছর রাজনৈতিকভাবে খানিকটা নিষ্ক্রিয় ছিলেন। মৃত্যুকালে জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী শিরিন হক, কন্যা বৃষ্টি আন্না চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরীসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুরাগী ও ভক্ত রেখে গেছেন।