ঈদযাত্রায় ১৫০ টাকার স্পিডবোট ভাড়া ২০০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর-মৈনট নৌপথে ঈদ ঘিরে বাড়ানো হয়েছে স্পিডবোটের ভাড়া। বাড়তি ভাড়া আদায় করায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। প্রতি যাত্রীর কাছ থেকে ৫০ টাকা বেশি নিচ্ছে ঘাট কর্তৃপক্ষ। অর্থাৎ ১৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা। তবে বাড়েনি লঞ্চ ভাড়া।

ঘাট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ অক্টোবর থেকে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে গোপালপুর-মৈনট নৌপথে চালু হয় লঞ্চ সার্ভিস। কিন্তু স্পিডবোটের নিয়ন্ত্রণ রয়েছে উপজেলা প্রশাসনের হাতে। একেক সময়ে একেক রকম ভাড়া আদায় করে ঘাট কর্তৃপক্ষ। ঈদ কিংবা উৎসব এলেই ভাড়া বাড়িয়ে দেয়। এ নিয়ে উপজেলা প্রশাসনের কোনও তদারকি নেই বলে জানালেন যাত্রীরা।

দোহার থেকে আসা সদরপুরের চর চাঁদপুর গ্রামের নিতিশ মজুমদার বলেন, ‘দুদিন আগেও ১৫০ টাকা ভাড়া ছিল। আজ ২০০ টাকা দিতে হলো।’

গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের অনিক মিয়া বলেন, ‘ঈদে বাড়িতে এলাম ভালো লাগছে। তবে বোটের ভাড়া ৫০ টাকা বেশি দিতে হলো। ঈদ এবং উৎসবে ভাড়া বাড়িয়ে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি উপজেলা প্রশাসন তদারকি করলে এমন হতো না।’

এ বিষয়ে মৈনট ঘাটে স্পিডবোটের ভাড়া আদায়কারী শেখ খায়ের বলেন, ‘গতকাল থেকে ২০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আগে ১৫০ টাকা নেওয়া হতো। কারণ গোপালপুর থেকে বোট খালি আসে, তাই তেল খরচের জন্য বেশি নেওয়া হয়।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা সদ্য বদলি হয়ে যাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ‘ভাড়া বেশি নেওয়ার খবর পেয়েছি আমরা। যাত্রী বেড়ে যাওয়ায় এপার থেকে বেশি চাপ থাকে। আবার ওপার থেকে বোট খালি আসে। এ জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।’