নদীতে গোসলে নেমে নিখোঁজের ৩২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে রবিন শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজের ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রবিন। রবিন ক্যানেল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিখোঁজ রবিনের মামা ইমন আলি জানান, মঙ্গলবার সকালে বড় বোনের ছেলের সঙ্গে নদীতে গোসল করতে যায় রবিন। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তলিয়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ও মানিকগঞ্জের ডুবুরি টিম উদ্ধারকাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলে। পরদিন পুনরায় সকাল থেকে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মরহেদটি স্থানীয়রা ভেসে উঠতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।