‘প্রধানমন্ত্রী এই ঈদে আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা জানি, আপনারা খুব কষ্টে আছেন। দ্রব্যমূল্যে অধিক বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে তেলের দাম অধিক বৃদ্ধি পেয়েছে। তবে এখন আস্তে আস্তে কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঈদে আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। টিসিবির মাধ্যমেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে।’

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মানুষ হত্যা করেছে। তাদের সময় শিক্ষার্থীদের নতুন বই দিতে পারেনি।’

আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান করে মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক বিধবা, প্রতিবন্ধীসহ সব সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে মানিকগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। কর্নেল মালেক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, ম্যাটস, ফায়ার সার্ভিস স্টেশন, শত শত কোটি টাকার রাস্তার উন্নয়নমূলক কাজ হয়েছে।’ 

বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।