বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে দুই আ.লীগ নেতাকে বহিষ্কার

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। বহিষ্কৃত দুই নেতা হলেন-গোসাইরহাট উপজেলা আআওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাজাহান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদার।

বুধবার (৫ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক ও বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক পিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ঢালী। গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিকদারের সভাপতিত্বে বর্ধিত সভাটির আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে জানান, দলীয় গঠনতন্ত্রের ৪৩(১১) ধারা মোতাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মো. শাহজাহান ও আব্দুল আউয়াল সরদারের সদস্যপদ বাতিল করা হয়েছে। তাদের দুজনের সদস্যপদ বাতিলের কপির অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগ কাছে পাঠানো হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনীত প্রার্থী জাকির হোসেন দুলালেরর নৌকা মার্কা প্রতীকের পক্ষে সব সংগঠনের নেতাদের একযোগে কাজ করার জন্য নির্দেশনা রয়েছে এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ।

এ বিষয়ে আব্দুল আউয়াল ও দেওয়ান মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, লোকমুখে তারা দল থেকে বহিষ্কারের কথা শুনেছেন। তবে এখনও কোনও কাগজ পাননি।