ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া ঢিলের আঘাতে পরিচ্ছন্নতাকর্মী আহত

কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচ্ছন্নতাকর্মী বদরুল ইসলাম পাপ্পু দুর্বৃত্তের ছোড়া ঢিলের আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

আহত বদরুল ইসলাম পাপ্পু জানান, ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশ করার আগে ট্রেনের ওপর অবস্থান করছিল একদল টোকাই। তারা ট্রেনের কামরার উপরাংশের ঢাকনা খুলে ফেলার চেষ্টা করছিল। এ সময় তাদের বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে তারা নিচে নেমে তার ওপর এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকে। একপর্যায়ে মাথায় ঢিলের আঘাত লেগে গুরুতর আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের আহত পরিচ্ছন্নতাকর্মীকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি।