পুলিশ সেজে ছিনতাইয়ের সময় ৩ জন আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের সময় তিন জনকে আটক করা হয়েছে। এ সময় আরও ৭-৮ জন পালিয়ে গেছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিপাড়া গ্রামের কায়সার মিয়া (২২), ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা এলাকার নুরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) ও ফসলান্দি এলাকার সিফাত মিয়া (১৯)। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন উপজেলার পুংলিপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ১০-১২ যুবক পুলিশ পরিচয় দিয়ে এক কাপড় ব্যবসায়ীর পথরোধ করে। পরে তারা ওই ব্যবসায়ীকে মারধর করার পর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। এ সময় নগদ টাকা ও বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা লেনদেন হওয়ার পর ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে নৌকাযোগে গোবিন্দাসী ঘাটে আসে তারা। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের ধরতে ধাওয়া করলে ৭-৮ জন পালিয়ে গেলেও ঘটনার মূলহোতাসহ তিন জনকে আটক করে স্থানীয়রা। পরে থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, চট্টগ্রামে কাপড় ব্যবসা ভালো না হওয়ায় বাড়িতে চলে আসি। পুংলিপাড়া ঘাট থেকে বাড়ির দিকে যাওয়ার সময় তারা আমাকে ধরে ফেলে এবং পুলিশ পরিচয় দেয়। এ সময় আমাকে তারা এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। পরে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। নগদ ও বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা দেওয়ার পর তারা একটি পাট ক্ষেতে আমাকে ফেলে রেখে যায়। বিষয়টি পরিবারকে জানালে তারা গোবিন্দাসী ঘাট এলাকার লোকজনকে জানায়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) জুম্মন খান জানান, খবর পেয়ে এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ওসি ফরিদুল ইসলাম জানান, পুলিশ পরিচয়ে তারা ওই ব্যবসায়ীকে মারধরের পর মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।