যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, এক আসামির মৃত্যুদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন (২৩) হত্যা মামলায় জামাল পত্তানদার (৩২) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লা পাড়ার হোসেন পত্তনদারের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে আসামি পলাতক রয়েছে।

মামলার বাকি ১২ আসামির বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার কারণে তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার (৬ জুলাই) সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজির আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া যৌনপল্লিতে গুলি করে হত্যা করা হয় গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মন্ডলের একমাত্র ছেলে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপনকে। পরে নিহতের মামা খলিল মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শহিদ শেখ, সমসের আলী শেখ, ইয়াছিন শেখ ও ইউসুফ ছাড়া অন্য সবাই পলাতক ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম আশা বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।

বাদীপক্ষের আইনজীবী মোস্তফা কবির বলেন, আমরা রায়ে সন্তুষ্ট না।

নিহতের বাবা মোহন মন্ডল বলেন, আমি এ বিচারে সন্তুষ্ট না। আমি আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।