টাঙ্গাইলে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রবিবার (২০ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার (৩৮) ও দেউলাকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন পাঁচ জন।

কুমুদিনী হাসপাতালের উপপরিচালক ডা. আলী হাসান বলেন, ‌‘গতকাল শনিবার সকালে ওই দুই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৭ জন। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন।’