বিএনপিপন্থি আইনজীবীদের এক ব্যানারে এত ভুল

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেক ভুল বানান দেখা গেছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বিচারকদের, নিজেদের দল ও ফোরাম শব্দের বানান ভুল দেখা গেছে।

‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চাই’ শিরোনামে সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়। এর সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী। 

প্রতিবাদ কর্মসূচির চার লাইনের এই ব্যানারে অন্তত পাঁচটি ভুল দেখা গেছে। ব্যানারে শপথবদ্ধ শব্দের স্থলে লেখা হয়েছে ‘শপদবদ্ধ’, বিচারকদের স্থলে ‘বিচারকেদের’, জাতীয়তাবাদী-এর স্থলে জাতীয়তাবদী, ফোরামের স্থলে ফোররাম এবং তারিখের স্থলে লেখা হয়েছে ‘তারি:’।    

এদিকে, একটি ছোট ব্যানারে এত বানান ভুলের বিষয় নিয়ে চলছে সমালোচনা। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। তবে ব্যানার তৈরির সময় এত বানান ভুল হয়েছে, তা লক্ষ্য করিনি।’

তিনি বলেন, ‘রবিবার রাতে হঠাৎ প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি পাই। রাতে তড়িঘড়ি করে দোকান থেকে ব্যানার তৈরি করেছি। সেখানের লোকজন ভুল করেছেন। সোমবার সকালে আমার সহকারী ব্যানারটি নিয়ে আসেন। কিন্তু তখন সময় স্বল্পতার কারণে ভুল চোখে পড়েনি। ভুলবশত হয়ে গেছে এটি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেকগুলো ভুল ছিল। তবে কর্মসূচি চলা অবস্থায় বিষয়টি দেখিনি। পরে ভুলগুলো চোখে পড়েছে। আইনজীবীদের ব্যানারে এত ভুল দুঃখজনক।’