কর্মহীন যুবলীগ কর্মীর ‘আত্মহত্যা’

ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।

তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

স্থানীয়রা আরও জানান, তিনি কোনও কর্ম না করলেও বাবার টাকায় সংসার চালাতেন। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ভালো যাচ্ছিলো না। শুক্রবার দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। সন্ধ্যায় তুষারের বাবা ফরিদ প্রামাণিক ছেলের বউকে মামা শ্বশুরবাড়ি উপজেলার চতুল গ্রামে পাঠিয়ে দেন। এরপর  রাত ৮টার দিকে নিজ বসত ঘরে ফাঁস দেন তুষার।

এ বিষয়ে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।