বিএনপির আন্দোলন ও বিদেশিদের ষড়যন্ত্র একসঙ্গে মোকাবিলা করবো: কৃষিমন্ত্রী

দলের নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘আমরা আন্দোলনের জন্য প্রস্তুত থাকবো, প্রয়োজন হলে রাজপথে থাকবো, একইসঙ্গে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের জেলা পরিষদ অডিটোরিয়ামে মধুপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমেরিকা কিংবা অন্য কোনও দেশ বা বাহিনী আওয়ামী লীগের শক্তি নয় উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কোনোদিন ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি হলো দেশের জনগণ আর তৃণমূলের নেতাকর্মী। জনগণের শক্তি দিয়েই দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করবো। মানুষের ঘরে ঘরে যাবো, গত ১৪ বছরের উন্নয়নের কথা তুলে ধরবো। পাশাপাশি বিএনপির আন্দোলন ও বিদেশিদের ষড়যন্ত্র একসঙ্গে মোকাবিলা করবো।’

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে। ২০০৮ সাল থেকে বিএনপি কোনও নির্বাচন সহজভাবে মেনে নেয়নি। নির্বাচন সামনে রেখে ২০১৫ সালের মতো আবারও আগুন সন্ত্রাস ও তাণ্ডব সৃষ্টির হুমকি দিচ্ছে তারা। আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করবো। দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসন ভুলে যায়নি। এদেশের মানুষ হাওয়া ভবনের দুঃশাসনে আর ফিরবে না, খাদ্য সংকট থাকার দিনে ফিরে যাবে না, জঙ্গি-ধর্মান্ধদের তাণ্ডবের দেশে ফিরে যাবে না, লোডশেডিং আর বিদ্যুতের বদলে খাম্বার দিনে ফিরবে না।’

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।