মোবাইল ফোন কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে সৌদি প্রবাসী স্বামী মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগের জন্য টাকা না দেওয়ায় আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. ওয়াসিমের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুই বছর আগে চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে আঁখিকে বিয়ে করেন একই এলাকার ওয়াসিম। ওয়াসিম বর্তমানে সৌদি প্রবাসী।

শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে আঁখি তার স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ইন্টারনেট সংযোগের (ওয়াইফাই) জন্য পাঁচ হাজার টাকা চান। কিন্তু স্বামী মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূ অভিমান করে রাত ১০টার দিকে বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ অক্টোবর) ভোররাতে তার মৃত্যু হয়।

সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।