নৌকার প্রার্থীকে সংবর্ধনা দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী জিল্লুল হাকিমকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম ও মৃগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শরিফুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বারসহ অন্যদের স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার দুপুরে কালুখালী বঙ্গবন্ধু চত্বরে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার পথে চেয়ারম্যান মতিন গ্রুপের লোকজনের সঙ্গে ধাক্কা লাগে অপর গ্রুপ মেম্বার শরিফুল ইসলামের অনুসারীদের। এ নিয়ে বিকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে চেয়ারম্যান মতিনসহ তার লোকজন পুনরায় ধারালো অস্ত্র নিয়ে মেম্বার শরিফুল ইসলামের বাড়িঘরে হামলা চালান। তখন দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হন।’

এ ব্যাপারে কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’