এবার ‘টাইমড আউটের’ শিকার জাপা প্রার্থী

আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ ঘটনা প্রথম ঘটেছিল। আউটটি আইনসিদ্ধ হলেও এর আগে কখনও কোনও ব্যাটসম্যানকে টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি। তবে সুযোগ পেয়ে ইতিহাসে নাম লেখাতে পিছপা হয়নি বাংলাদেশ দল। মাঠে নতুন ব্যাটসম্যান হিসেবে এসে নির্ধারিত সময়ের মধ্যে খেলার জন্য প্রস্তুত না হওয়ায় আউট হয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তবে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। এবার নির্বাচনের মাঠে একই টাইমড আউটের শিকার হলেন এক প্রার্থী। 

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে না পারায় মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদিন মনোনয়নপত্র জমা দিতে পারেননি। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে এই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। তখন রিটার্নিং কর্মকর্তা এই প্রার্থীকে বলেন, সময় শেষ। আপনি নির্বাচন কমিশনে আপিল করেন।

জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদিন বলেন, বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছি। এজন্য পথে কিছুটা বিলম্ব হয়। বিকাল সাড়ে ৪টার দিকে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হই। তখন আমাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, সময় শেষ হয়ে গিয়েছে। মনোনয়নপত্র জমা দিতে চাইলে আপনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে সন্ধ্যা ৬টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হই। তখন জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনি দুই ঘণ্টা দেরি করে ফেলেছেন। মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব হবে না। নির্বাচন কমিশনে আপিল করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন বলেন, নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ওই প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। এজন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। তাকে নির্দিষ্ট কারণ জানিয়ে আপিল করতে বলা হয়েছে।