১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চললো ফেরি

ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জ-রাজবাড়ীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি ছেড়ে যায়।

এদিকে ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীতে দুটি ফেরি আটকে ছিল। এর আগে, বুধবার রাত সাড়ে ৯টা থেকে এই রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ জানান, বুধবার রাত সাড়ে ৯টার থেকে ঘন কুয়াশার প্রকোপ বাড়ায় কাছের বস্তুটিও দেখা যাচ্ছিল না। যে কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়।

তিনি জানান, যাত্রী ও যানবাহন বোঝাই করে রো-রো ফেরি শাহ পরান ও ফেরি কেরামত আলী মাঝ পদ্মায় আটকা পড়ে। এ ছাড়া পাটুরিয়া প্রান্তে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী, খানজাহান আলী, গোলাম মওলা, ইউটিলিটি ফেরি হাসনা হেনা, বনলতা, রজনীগন্ধ্যা ও ঢাকাসহ আটটি ফেরি আটকে ছিল।

অন্যদিকে দৌলতদিয়া ফেরি ঘাটে রো-রো ফেরি বরকত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর খান ও ইউটিলিটি ফেরি করবী নামের চারটি ফেরি নোঙর করে আটকে ছিল।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ম্যানেজার নূর আহম্মেদ ভূঁইয়া জানান, ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে এলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌপথে ১৬টি ছোট-বড় ফেরি দিয়ে যানবাহন পারাপারে চলাচল করছে।