৮ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত দেড়টার দিকে নৌপথে মার্কিং বাতি অস্পষ্ট দেখায় নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। সিরিয়ালে প্রায় দুই শতাধিক ট্রাক ও ৫০টির মতো যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় থাকে। এতে তীব্র শীতে রাতে যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে এলে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু যানবাহন আটকা পড়েছে। বর্তমানে এ নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনগুলো ফেরি পার হতে পারবে।