গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজে যাত্রীবাহী আল্লাহ ভরসা পরিবহন উল্টে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহতরা হলেন পলিনের ছেলে মতিলাল (৪০), মোছলিমের ছেলে মুকুল (৪০) এবং কলিম উদ্দিনের ছেলে রাকিব (৩৮)। তারা প্রত্যেকেই নীলফামারী জেলার বাসিন্দা। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা বাসন থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, উত্তরবঙ্গের নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আল্লাহ ভরসা বাসটি গাজীপুরের বাসন এলাকায় কড্ডা ব্রিজে পৌঁছামাত্রই উল্টে যায়। এ সময় বাসের চালক ও কনডাক্টর ব্রিজের নিচে তুরাগ নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহত আরও ১২ যাত্রী শরীরের আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল ফজল জানান, বাস দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত অবস্থা হাসপাতালে ভর্তি রয়েছে।