নরসিংদীতে ইঞ্জিনিয়ার আল-আমিন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নরসিংদীতে প্রকৌশলী আল-আমিন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নূরুল আমিন (২১), হৃদয় মিয়া (২০), কাউসার মিয়া (২২), মাহিন (১৯), রাকিবুল ইসলাম শুভ (২০), সুমন (২৯), আশাব উদ্দিন (৩০), রিপন (২৮), সাইদুল (৩০) ও রুবেল (৩২)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রকৌশলী আল-আমিন তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বেলাব উপজেলায় নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে দড়িকান্দী পৌঁছলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনার দুই দিন পর ১৮ আগস্ট নিহতের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে বেলাব থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। নরসিংদীর গোয়েন্দা (ডিবি) পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামি নূরুল আমিনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্য আসামিদের নাম প্রকাশ করে।

ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হলেও তিন জন জামিনে থাকা অবস্থায় পলাতক রয়েছেন। জামিনে থাকা বাকি দুই আসামি আদালতে হাজির হন। এ ছাড়া বাকি পাঁচ জনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দীর্ঘ প্রায় আট বছর ধরে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুর ২টার দিকে ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দেন।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী খন্দকার হালিম ও নিহতের মামা জহিরুল ইসলাম।