বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ের মতো যান চলাচল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে স্বাভাবিক সময়ের মতোই। সোমবার (৮ এপ্রিল) সকালের দিকে যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও সকাল ৯ টার পর থেকে ওই এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে আসে। এ ছাড়া এই মহাসড়কের কোথাও কোন বিড়ম্বনা নেই। স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন মানুষ।

এদিকে দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা নেই। সেতুর সাত লেনে নিরবচ্ছিন্নভাবে দ্রুতগতিতে টোল আদায় করা হচ্ছে। এতে খুব দ্রুত সময়ে টোল দিয়ে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিয়ে ২৪ জেলার নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। 

এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনও বিড়ম্বনা নেই। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তির।