ইউএনওর নিরাপত্তায় থাকা আনসার সদস্য গুলিতে নিহত

নারায়ণগঞ্জের বন্দরে শটগান গুলিতে আফজাল হোসেন (২৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ওই আনসার সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আফজাল চট্টগ্রাম জেলার মীরসরাই থানার গজারিয়া গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে দায়িত্ব পালন করছিলেন আফজাল হোসেন। বিকেল ৪টা ৪০ মিনিটে গুলির বিকট শব্দ শুনে আশপাশের সবাই সেখানে ছুটে যান। বাসভবনের নিরাপত্তারক্ষী মেঝেতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন। শটগানের গুলি তার মাথার একটি অংশে আঘাত করেছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার পুলিশ তার ব্যবহৃত শটগান ও গুলির খোসা জব্দ করেছে।

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আনসার সদস্য নিজে গুলি করে আত্মহত্যা করেছেন। গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এখনও লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। 

এ বিষয়ে জানতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।