গেলো ৮ মে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক দুই মামলার প্রধান আসামি গজারিয়া হোসেন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) রাত ৯ টার দিকে তাকে ঢাকার শাহজাহানপুরের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন ইউপি চেয়ারম্যান মিঠু। অবশেষে তাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। ঢাকা থেকে তাকে মুন্সীগঞ্জে আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর রবিবার মিঠুকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, গেলো ৮ মে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন হোসেন্দি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় মিঠুকে প্রধান আসামি করে ৯ মে পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
এদিকে, একই দিন পেশাগত দায়িত্ব পালনকালে হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি গোলজার হোসেনের ওপর মিঠুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এর পরদিন ভুক্তভোগী ওই সাংবাদিক মিঠুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় মামলা করেন।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মিঠুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।