মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ স্কুলছাত্র নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকালে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম রাত সাড়ে ৮টায় এ খবর নিশ্চিত করে বলেন, দুই জন নিহতের খবর জেনেছি। দুর্ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহতরা হলেন- ছাতিয়ানতলী এলাকার আলাল উদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও নয়ন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনই বন্ধু। 

নিহতের স্বজনরা জানান, বিকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল আর নয়ন মোটরসাইকেলের পেছনে বসে ছিল। পরে তারা খবর পান মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, দুজনের কেউ আর বেঁচে নেই।