কেন্দ্রে নেই এজেন্ট, আসেননি ভোটারও

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ও এজেন্ট না থাকায় একটিও ভোট পড়েনি। কেন্দ্রের ভেতরে প্রতিটি ভোটকক্ষ ছিল ফাঁকা।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৮টায় সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি নিয়ে আছি। কিন্তু কেন্দ্রে কোনও ভোটার ও এজেন্ট এখনও আসেননি।’

এদিকে, কেন্দ্রে কোনও পক্ষের এজেন্ট না আসার কারণে সহকারী প্রিসাইডিং অফিসাররা ব্যালট বাক্সের ঢাকনা বন্ধ করতে পারেননি।

সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আল আমিন জানান, ভোটার আসলেই আনুষ্ঠানিক ভোট শুরু হবে। এজেন্টরা ভোটকেন্দ্রে যেকোনও সময় প্রবেশ করতে পারবেন কিন্তু ভোট গণনা শেষ করার আগে বের হতে পারবেন না।

জানা গেছে, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৮৯৪ জন।

সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৭৫।