নরসিংদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরেকজন নিহত

নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। তার নাম ইমন (২১)। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাসার বলেন, তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

জানা গেছে, বিকাল সোয়া ৩টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদীতে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।

একই স্থানে সংঘর্ষে তাহমিদ ইসলাম (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তাহমিদের বাড়ি সদর উপজেলার চিনিশপুরে। সে নরসিংদী কাদির মোল্লা হাইস্কুল হোমস অ্যান্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।