গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
জামাল উদ্দিন উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে। ওই গৃহবধূ যৌন হয়রানির অভিযোগে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশ তাকে গ্রেফতার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, এক সন্তানের জননী ওই গৃহবধূ সম্পর্কে অভিযুক্ত জামাল উদ্দিনের আত্মীয়। গৃহবধূর স্বামী ব্যবসায়ী। তার স্বামী বাড়ি থেকে বের হলে জামাল উদ্দিন প্রায়ই বিভিন্ন অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দিতেন। এ সময় জামাল উদ্দিন অশালীন অঙ্গভঙ্গিও করতেন। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছিলেন।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে জামাল উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামাল উদ্দিনকে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।