৪৫ বছরেও স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা রাজা মৃধা!

মুক্তিযোদ্ধা মো. রাজ্জাক মৃধাস্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি গোপালগঞ্জের মো. রাজ্জাক মৃধা ওরফে রাজা মৃধা। ১৯৭১ সালে কমান্ডার মেজর হুদার নেতৃত্বে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় একাধিক যুদ্ধে অংশ নেন তিনি।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ শত্রু মুক্ত হলেও কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্পের পাক সেনারা যুদ্ধ চালিয়ে যান। আর ওই দিনই ভাটিয়াপাড়া আর্মি ক্যাম্পে আক্রমণ করেন গোপালগঞ্জ, ফরিদপুর ও নড়াইল জেলার মুক্তিযোদ্ধারা। পরে ১৯ ডিসেম্বর ওই ক্যাম্পের ৭৪ পাক সেনা আত্মসমর্পণ করলেও একজন আত্মহত্যা করেন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার ভুতপাশা গ্রামের মৃত মো. সলেমান মৃধার ছেলে মো. রাজ্জাক মৃধা ওরফে রাজা মৃধা পাকিস্তান সেনাবাহিনীর ৩৫ হেভি রেজিমেন্টে আর্টলারি হাবিলদার পদে চাকরি করতেন। ১৯৭১ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের করাচি আর্মি কোয়ার্টার থেকে ছুটিতে ঢাকায় আসেন তিনি। আর ২৪ জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার পাকিস্তান বিরোধী আন্দোলন দেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রাজা মৃধা। ২৬ জানুয়ারি করাচি পৌঁছে চাকরিতে যোগ দিয়ে জানতে পারেন পাকিস্তান সেনাবাহিনী প্রচার করছে ২৫ মার্চ ঢাকা আক্রমণ করেছে ভারত । এ খবর তার সন্দেহ হলে ২৭ মার্চ তিনি করাচি থেকে পালিয়ে গ্রিক কোম্পানির কার্গো জাহাজে করে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে এপ্রিল মাসে রাজা মৃধা কাশিয়ানী উপজেলার রাতৈল মুক্তিযোদ্ধা ক্যাম্পের কমান্ডার সাইফুদ্দিনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে যুদ্ধে অংশ নেন।

গোপালগঞ্জ জেলার ফুকরা, ভাটিয়াপাড়াসহ বিভিন্ন অঞ্চলের একাধিক যুদ্ধে তিনি অংশ নিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেন। আর দেশ স্বাধীনের পর খুলনার রূপসা বিডিআরের হেড কোয়ার্টারে যোগ দিলে পরে তাকে ঢাকায় পোস্টিং দেওয়া হয়। এ সময় তাকে ডিমোশন দিয়ে নায়েক পদে নিযুক্ত করা হয়। ১৯৭৪ সালে ছুটিতে বাড়ি এসে রাজ্জাক মৃধা আর চাকরিতে যোগ দেননি। পরে ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি নেন তিনি।

রাজ্জাক মৃধা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় বিভিন্ন সময় নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

তিনি আরও বলেন, দুই পা অকেজো হয়ে যাওয়ায় এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। ক্র্যাচে ভর তাকে চলতে হয়। তাই এই মুহূর্তে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে কিছুটা রাষ্ট্রীয় সুযোগ, সুবিধা পেলে তার কষ্ট কিছুটা কমবে।

কাশিয়ানী উপজেলার রাতৈল মুক্তিযোদ্ধা ক্যাম্পের কমান্ডার সাইফুদ্দিন মো. রাজ্জাক মৃধাকে প্রকৃত মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

/বিটি/এসএনএইচ /এএইচ/