ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সেতুর ওপর ট্রাক বিকল, তিন ঘণ্টায় ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুতে একটি ট্রাক বিকল হওয়ার মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে কুমিল্লামুখী সড়কে ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বেলা ১১টার দিকে বিকল গাড়িটি মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে দাউদকান্দি সেতুর ওপরে একটি ট্রাক বিকল হওয়াতে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। পরে গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লাগামী তৃষা পরিবহনের যাত্রী আহসান হাবিব বলেন, ‘ঢাকা থেকে রওনা হয়েছি সকাল ৮টার দিকে। এখন আছি গজারিয়ার বাউশিয়ায় মেঘনা সেতু। এই পর্যন্ত আসতে সময় লেগেছে দেড় ঘণ্টা। এতক্ষণে আমি চলে যেতাম চান্দিনা। শুনেছি একটি গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজট।’

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, সকালে দাউদকান্দি সেতুর ওপর একটি ট্রাক বিকল হওয়া কুমিল্লাগামী সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়ক থেকে গাড়িটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।