গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ইজিবাইক, ১২টি মোবাইল ফোন ও কয়েকজনের টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ ছাড়া ইজিবাইকে থাকা এক যাত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মুরাদপুর বটতলা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে সশস্ত্র একদল ডাকাত মুরাদপুর বটতলা এলাকায় সড়কের পাশে থাকা বনের একটি গাছ কেটে সড়কে ফেলে একটি মোটরসাইকেল ও ইজিবাইকের গতিরোধ করে। পরে চালকের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর ইজিবাইকে থাকা আট জন যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চালক এবং যাত্রীদের কাছে থাকা ১২টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় ইজিবাইকে থাকা মোরসালিন নামে এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
ইয়াসিন আরাফাত নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘আমি জামালপুর চারসড়ক এলাকায় একটি পেট্রোল পাম্পে চাকরি করি। সারারাত কাজ করে ডিউটি শেষে ভোরে বাড়ি যাওয়ার পথে বটতলা এলাকায় একদল অস্ত্রধারী ডাকাত সড়কে গাছ কেটে ফেলে গতিরোধ করে আমার হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর একটি ইজিবাইক আটক করে ডাকাতরা চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা সব কিছু ছিনিয়ে নেয়। পরে ইজিবাইক ও আমার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘সড়কে গাছ ফেলে ডাকাতির কথা শুনেছি। ডাকাতিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’