ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল ও তার স্ত্রী শারমিন । তারা দুজনেই ধামরাইয়ের একটি পোশাক কারখনায় কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পোশাক কারখানা থেকে কাজ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে ধামরাই থেকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন বাবুল। রাত সাড়ে ৯টার দিকে বাথুলি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জের সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল দাস বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয় । এ ঘটনায় একটি মামলা করা হবে।