রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আমান উল্লাহ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষণগাঁও মৌজার ১ নম্বর খাস খতিয়ানে আরএস ১০১৮ ও ১০১৯ নম্বর দাগের জমিতে আশ্রয়ণ প্রকল্পের ২০টি টিনশেড বিল্ডিং নির্মাণ করা হয়। এখানে রূপগঞ্জের ভূমিহীন, দুস্থ, ভাসমান, অসহায়, হতদরিদ্র, গরিব পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে ৪০-৫০ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়।

হামলাকারীরা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভয়ভীতি ও প্রহার করে বের করে দেয়। খবর পেয়ে ১৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল, সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।

হামলাকারীরা ৫ লাখ ৫৫ হাজার টাকার মূল্যের ৩৭টি দরজা, ৭ লাখ ১০ হাজার মূল্যের ৭১টি জানালা, ৪ লাখ টাকা মূল্যের ২টি সাবমারসিবল, ৩০ হাজার টাকা মূল্যের ২টি পানির ট্যাংকসহ ১৬ লাখ ৯৫ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এখন যেখানে-সেখানে রাত্রিযাপন করছেন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ একাধিকবার পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’