গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে তেলিপাড়া এলাকার ‘লুমেন টেক্সটাইল লিমিটেড’ কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিকাল ৫টার দিকে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিকরা জানান, তাদের কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। মার্চ মাসের ১৫-১৬ দিন হয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। এজন্য সড়ক অবরোধ করেছেন তারা।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, ‌মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। এখন যান চলাচল স্বাভাবিক আছে।