মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ২০ কেজি গাঁজা

মাইক্রোবাসের পেছনে গ্যাস সিলিন্ডারের ভেতরে ২০ গাঁজা পেয়েছে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। জড়িত দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৫ মে) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার তুলসিরামপুর গ্রামের এছের আলীর ছেলে মিলন (৩৪) ও একই উপজেলার চক উলী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোস্তাক আহমেদ (২৩)।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার বাড়িয়া ফাঁড়ি পুলিশ আমতলি বাজারে চেক পোস্ট বসায়। এ সময় সন্দেহজনক যানবাহনে অভিযান চালানো হয়। একপর্যায়ে সন্দেহজনক একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাইক্রোবাসের পেছনে থাকা গ্যাস সিলিন্ডার কেটে ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। বিশেষ কৌশলে গাঁজাগুলো গ্যাস সিলিন্ডারের ভেতরে পরিবহন করা হচ্ছিল।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।