টাঙ্গাইলে মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে মুরগির খামারের এক কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার বল্লা-রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) নামের ওই কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আখতার হোসেন দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে খামারে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে যায়। রবিবার সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে খামারের মালিককে জানান। মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খামারের মালিক মোরশেদ আলম বলেন, ‌‘প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে আমার খামারে কাজ নেন আখতার। এরপর থেকে খামারে কাজ করছেন। রবিবার সকালে খবর পাই আমার খামারের পেছনে তার লাশ পড়ে আছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে পুলিশকে জানাই। পরে মর্গে পাঠানো হয়।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খামারের ওই কর্মচারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। কারা কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।’