অভিযোগের সত্যতা মিলেছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল পাংশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক খান এবং সদস্য সচিব তুহিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিল পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম। বিষয়টি তদন্ত করে আমরা এর সত্যতা পাই। এজন্য তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।