ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের হাতুড়ির আঘাতে মো. মাহবুব (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাহবুব ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। পলাতক মো. ইয়াসিন সৌদিপ্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সৌদিপ্রবাসী মো. ইয়াসিন দেশে ফিরে আসেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে বেশ কয়েকবার চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। এ কারণে প্রায় সময় তাকে বেঁধে রাখা হতো। আজ সকালে কৌশলে বাঁধন খুলে হাতুড়ি দিয়ে তার বাবা মাহবুরের মাথায় আঘাত করে ইয়াসিন। এতে তিনি অচেতন হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের ছেলে মানসিক ভারসাম্যহীন বলে স্বজনরা জানিয়েছেন। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’