গোপালগঞ্জ সদর: চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগ, কারাদণ্ড

আদালতগোপালগঞ্জের উরফি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে বাদল ভদ্রকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার বিকেলে সদর উপজেলার উরফি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মালোপাড়া এলাকার মালোবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম এ রায় দিয়েছেন। বাদল ভদ্র উরফি মালোপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উরফি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল গাজীর সমর্থক বাদল ভদ্র টাকার বিনিময়ে আনারস প্রতীকে ভোট কিনছিলেন। এসময় স্থানীয়রা বাদল ভদ্রকে নগদ ২৩ হাজার টাকাসহ আটক করে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির গাজী কে সংবাদ দেন।

মনির গাজি বিষয়টি গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সিকে জানান। তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পাঠালে বিচারক সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে বাদল ভদ্রকে অভিযুক্ত করে উপরিউক্ত রায় দেন।

/এইচকে/