নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে হারবেস্ট রিচ (বেনেটেক্স) নামের এক পোশাক কারখানায় শ্রমিকরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে  শ্রমিকরা।
এ সময়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় বর্তমানে প্রায় ১২শ’ শ্রমিকের গত তিন মাসের বেতন-ভাতা বাকি রয়েছে।  শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবি জানালে রবিবার দুপুরে তা পরিশোধ করার কথা বলে কর্তৃপক্ষ। তবে রবিবার বেতন না পাওয়ায় সোমবার দুপুর থেকে আন্দোলন শুরু করে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল ইসলাম বলেন, শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে।

/এসএনএইচ/

/আপ: এইচকে/