গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

দুর্ঘটনা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ১০ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন- নাজমা (১১), শাহিনুর (৪০), প্রণব সাহা (৩০), মোজাম্মেল হোসেন (৩০), আমজাদ হোসেন (৩৫), মোহিত (২৭) ও মহিন (১৯) । তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন- ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

পুলিশ ও আহতরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দিগন্ত পরিবহনের একটি নাইট কোচ ঘোনাপাড়া অতিক্রম করার সময় বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় । এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন- ‘অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করা হবে’

/এফএস/