অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশি আটক

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

কাজের সন্ধানে ও আত্মীয়ের বাড়ি বেড়াতে দালালের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময়ে এরা ভারতে গিয়েছিলেন। আটকদের বাড়ি যশোর, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, ৪ শিশুসহ ২১ বাংলাদেশিকে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে আটক করা হয়। অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে থানা পুলিশ যশোর আদালতে পাঠাবে বলে জানান।

 

/এসটি/